অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি হাফিজা বেগম (৩৮) উধাও হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই মাস আগে উপজেলার রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা (২৫) ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশাকে (১৮)। দুই জনের দাম্পত্য জীবনও ভালোই চলছিলো তাদের। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে আপন মেয়ের জামাই সুলতান খার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান শাশুড়ি হাফিজা। হাফিজার স্বামী আলমের মেয়ে আশা ছাড়াও ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে। হাফিজার স্বামী আলম শেখ বলেন, ‘মেয়ের জামাইয়ের সঙ্গে যে কাজ হাফিজা করেছে এটা আমি মেনে নিতে পারছি না। হাফিজার জন্য মেয়ের সংসার ভেঙে গেলো। ওর বিচার আল্লাহ করবে।’ উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি লোক মুখে শুনেছি আমরা।
দৈনিক অন্যধারা // এইচ