স্পোর্টস ডেস্ক
আগামী রবিবার ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ বলে জানিয়েছে লিওনেল মেসি নিজেই। ওই ম্যাচের জন্য মেসিকে শুভকামনা জানিয়ে রাখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী তারকা রিভালদো।
তিনি বলেন, বিশ্বকাপে এখন আর নেইমার ও ব্রাজিল নেই। তাই আমি আর্জেন্টিনার পক্ষেই আছি। মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি অনেক আগেই থেকেই এটার (বিশ্বকাপ) যোগ্য ছিলে। কিন্তু রবিবার (ফাইনালে) ঈশ্বর তোমাকে মুকুট দেবেন।
৩৫ বছর বয়সী মেসির যে এটাই শেষ বিশ্বকাপ সেটা আগেও শোনা গেছে। কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে আবারও আর্জেন্টাইন তারকা নিশ্চিত করেছেন, রবিবারের ফাইনাল হতে যাচ্ছে বৈশ্বিক মঞ্চে তার শেষ ম্যাচ।
সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করার পর কাঙ্ক্ষিত সোনালি ট্রফি ছুঁতে মেসির আর এক ম্যাচ বাকি। তাতে ১৯৮৬ বিশ্বকাপের পর তৃতীয় ট্রফিটি উঠবে আর্জেন্টাইন খুদে জাদুকরের হাতে।
তার আগে আর্জেন্টাইন মিডিয়া আউটলেট দিয়ারিও দিপোর্টিতোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘বিশ্বকাপের শেষ ম্যাচটা ফাইনালে, এটা অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত।’
দৈনিক অন্যধারা // এইচ