রাজধানীতে বাসচাপায় দুই পথচারী নিহত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

রাজধানীতে বাসচাপায় পথচারী নিহত হবার ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিনিয়তই ঘটছে বাসচাপায় পথচারী নিহত হবার ঘটনা। শনিবার (৮ জানুয়ারি,২০২২) সকাল সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে  বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রতক্ষদর্শীরা জানান মেঘলা পরিবহনের দ্রুতগামী একটি বাস গতি না কমিয়ে পথচারীদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার করে। এতে ঘটনাস্থলেই দুজন পথচারী মারা যান।

 ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, মেঘলা পরিবহনের বাসচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক ও হেলপার পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয় নি।

মর্মান্তিক এ দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন- ওমর শরীফ (৪৫),ইলিয়াস হোসেন (৪০), সজীব (২৬), আল-আমিন (২৫)।জানা যায়, তারা সবাই মেঘলা পরিবহনের যাত্রী ছিলেন।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর