শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল রৌদ্রজ্জ্বল। সঙ্গে ছিল ভ্যাপসা গরম। গরমে কিছুটা অস্বস্থিতে ছিল সাধারণ মানুষ। গরমের অস্বস্থি কমিয়ে দুপুর ৩টার দিকে রাজধানীজুড়ে নেমেছ মুশলধারায় বৃষ্টি। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া।
সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চকমকানো ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, বৃষ্টিতে গরমের অস্বস্থি কমলেও ছুটির দিনে যারা পরিবারসহ ঈদের কেনাকাটায় বাহিরে যেতে চেয়েছিল তাদের পরিকল্পনায় ভাটা পড়েছে ও যারা বেরিয়েছেন তারা পড়েছে ভোগান্তিতে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, মাঝে মাঝে বিরতি নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকতে পারে।
দৈনিক অন্যধারা/২২ এপ্রিল ২০২২/জকাতা