অন্যধারা ডেস্ক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন,নতুন নির্বাচন কমিশন কেমন হবে, রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।
রোববার (২ জানুয়ারি,২০২২) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী এমন কথা বলেন।
আরেকটি হল রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না রাষ্ট্রপতি কী পদক্ষেপ নিবেন। সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে তা সংলাপ শেষ হওয়ার পরই বুজা যাবে। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে।
বিএনপি সংলাপে যাচ্ছে না- এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি বিএনপির উদ্দেশ্যে বলব দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। কাজেই দেশের স্বার্থে আপনারা সংলাপে আসেন, সেটা যেমন দেশের জন্য ভাল তেমনি আপনাদের জন্যও ভালো।
সাপ্তাহিক অন্যধারা//আর এম