রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ ব্রাজিলে নবনিযুক্ত রাষ্ট্রদূতের

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর,২০২১) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলে নবনিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসার সাক্ষাৎ  হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান।

সাক্ষাৎকালে দুজনের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি রাষ্ট্রপতি ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন। তিনি বলেন ব্রাজিলে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি এই সুযোগ কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও  দিকনির্দেশনা কামনা করেন।


এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম,সচিব সম্পদ বড়ুয়া এবং সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

 

- Advertisement -

আরো পড়ুুর