শত্রুর বুলেট-বোমা ও গ্রেনেডকে ভয় করি না : প্রধানমন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে, দেশের উন্নয়নে কাজ করতে চাইলে, স্বাধীনচেতা হলে অনেক বাধা বিপত্তি আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানি প্রতিনিয়ত শত্রুর বুলেট-বোমা-গ্রেনেড আমার জন্য অপেক্ষা করে থাকে। আমি তাতে ভীত সন্ত্রস্ত নয়।

রোববার (২ জানুয়ারি,২০২২) সকালে ‘জাতিসংঘের সাধারণ পরিষদ’ কর্তৃক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে (ভার্চুয়ালি) এমন কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি স্বাধীনচেতা হলে অনেক বাধা আসে। দেশকে ভালোবেসে, শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে—তাদের পথচলা কখনো সহজ হয় না। অনেক বাধা অতিক্রম করতে হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধু হত্যার  পর দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর ১৯৮১ সালে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। দেশে আসার পর দুর্বৃত্তরা বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায় । সবচেয়ে ভয়াবহ হামলা হয় ২০০৪ সালে। সেই  গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে বাঁচলেও আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন।

সকল বাধা অতিক্রম করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ’চলার পথ যত অন্ধকারাচ্ছন্ন, বন্ধুর বা কণ্টকাকীর্ণই হোক না কেন—আমরা থেমে থাকবো না। যত রক্তক্ষরণ হোক সব কিছু্ উপেক্ষা করে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাবো। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা।’

সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি। আর যারা সহযোগী, আমার সঙ্গে আছেন—তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।

নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, নতুন প্রজন্মের কাছে এটাই আমাদের দাবি, অন্তত আমি তাদের এইটুকু আহ্বান করবো- দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। সেখানেই শান্তি, সেখানেই অগ্রগতি, সেখানেই উন্নতি, সেখানেই স্বস্তি। বাংলাদেশের এই চলা অব্যাহত থাকুক।

নতুন প্রজন্ম দেশের অগ্রগতি অব্যাহত রাখবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমার যে লক্ষ্য, যেটা আমার বাবা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল, আমাদের সেই লক্ষ্য অর্জন করতেই হবে। সেই লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্ম এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেটাই আমাদের আশা, সেভাবেই তাদের তৈরি করতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই চলার গতিটা ধরে রাখতে পারে।

বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে চলবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমরা বিজয়ী জাতি,  যুদ্ধ করে রক্ত দিয়ে বিজয় অর্জন করেছি। বিশ্বদরবারে বিজয়ী জাতি হিসেবে সম্মানের সাথে মাথা উঁচু করে  চলবো। কেউ চিরদিন বাঁচে না। কিন্তু যে কাজ আমরা করে গেলাম, সেই গতি যেন হারিয়ে না যায়। চলার গতি যেন অব্যাহত থাকে। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এটাই আমরা চাই।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর