সাটুরিয়ায় সাবাহী ওয়েল ফেয়ার’র উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন

- Advertisement -
- Advertisement -

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের সাটুরিয়ায় সাবাহী ওয়েল ফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাবাহী ওয়েল ফেয়ার এর প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান আলতাব এর সঞ্চালনায় এবং সাবাহী ওয়েল ফেয়ার ট্রাস্টের আহবায়ক উবায়দুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের সামাজিক ও মানবিক সদস্যবৃন্দ।

কারী শহিদুল্লাহ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের শতাধিক মানুষের
ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় উবায়দুর রহমান মাদানী বলেন, সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি অর্জন এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখতে সাবাহী ওয়েল ফেয়ার ট্রাস্ট কাজ করে যাচ্ছে। আগামীদিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- শুভাকাঙ্ক্ষী গিয়াস উদ্দিন রিফাত হোসেন, আল আমিন হৃদয়সহ গোপালপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অন্যধারা/২৬ নভেম্বর -২৩/এসএএইচ

- Advertisement -

আরো পড়ুুর