রাজধানীতে সাবেক নির্বাচন কমিশনারদের সাথে জরুরী বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ জুন) সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের এ বৈঠক শুরু হয়।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সাবেক সচিবদের আমন্ত্রণ জানানো হলেও শারীরিক অসুস্থতা ও বর্তমানে বিদেশে অবস্থান করায় অনেকেই ইসির সংলাপে উপস্থিত হতে পারছেন না। তবে এ বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, ড. এ টি এম শামসুল হুদা ও কে এম নূরুল হুদা উপস্থিত রয়েছেন।
যেসব এলাকার মানুষ ইভিএম সম্পর্কে তেমন বুঝে না সেসব এলাকায় ইভিএম ব্যবহার না করা এবং যেসব এলাকায় মানুষ ইভিএমে ভোট দিতে পারবে সেখানে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করার পরামর্শ দেন ইসির সংলাপে আমন্ত্রিত অতিথিরা।
প্রার্থীদেরকে আইন মেনে চলতে হবে এবং সেই সাথে সরকার নির্বাচনের পরিবেশ নিশ্চিত না করলে কমিশনের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেন সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি।
দৈনিক অন্যধারা/১২ জুন ২০২২/জ কা তা