রাজনৈতিক ডেক্স :
সাবেক যোগাযোগমন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে মরহুমে জানাজা অনুষ্ঠিত হয়।প্রথম জানাজা শেষে প্রবীণ এই রাজনীতিবিদের মরদেহ নিজ কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে । পরিবারের সূত্রে আরও জানা যায়, দ্বিতীয় জানাজা শেষে এই রাজনীবিদের মরদেহ তার জন্মস্থান ঢাকার দোহারে নিয়ে যাওয়া হবে। সেখানে পর্যায়ক্রমে জয়পাড়া স্কুল মাঠে বাদ যোহর এবং পদ্মা কলেজ মাঠে বাদ আসর শেষ জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে এই রাজনীতিবিদেকে সমাহিত করা হবে। গতকাল (রবিবার ১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীর্ঘদিন অসুস্থ থাকা ব্যারিস্টার নাজমুল হুদা। নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি হন তথ্যমন্ত্রী। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হয়। ২০১২ সালের ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন নাজমুল হুদা। সে বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। চলতি মাসে দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।
দৈনিক অন্যধারা / ২০-০২-২০২৩