সারাদেশে সতর্কাবস্থানে পুলিশ, ছুটি বাতিল

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কেউ যাতে রাজধানীসহ সারাদেশে নৈরাজ্য কিংবা অরাজকতা তৈরি করতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেই সাথে সারাদেশে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। পুলিশের যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার আদেশ দেওয়া হয়েছে।জানা যায়, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে নৈরাজ্য বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর,২০২১) রাতে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।পুলিশ সূত্রে জানা যায়, যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের বুধবার (২৪ নভেম্বর) স্ব স্ব কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। শুধু তাই নয় যাদের ঢাকার বাইরে যাওয়ার কথা তাদের সেটাও বাতিল করা হয়েছে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর