বলিউডে সম্পর্ক বিচ্ছেদের ঘটনা একেবারেই নতুন নয়। নায়ক-নায়িকাদের প্রেমের সম্পর্ক নিয়ে অহরহই বিভিন্ন ধরণের আলোচনা শোনা যায়। বলিউডের নতুন সেনসেশন কিয়ারা আদভানির সঙ্গে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্ক ঘিরে সেরকমই কিছু শোনা গেল।
বলিউডের এই তারকা জুটির প্রেমের গল্প কারো অজানা নয়। তারা সরাসরি স্বীকার না করলেও একসঙ্গে ঘুরতে যেতেন, আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিতেন তাদের রোমাঞ্চময় সম্পর্কের কথা। কিন্তু সবশেষে সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্ক ভেঙেই গেলো! বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম এমনটাই জানাচ্ছে। প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন দুজনে, এমনটাই খবর পাওয়া গেছে তাদের ঘনিষ্ঠমহল সূত্রে। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘শেরশাহ’। এই ছবিতে সিদ্ধার্থ-কিয়ারার রসায়ন সবারই নজর কেড়েছে এবং পর্দার বাইরে তাদের মাখোমাখো উপস্থিতি চোখে পড়ারই মতো ছিলো।
একসাথে লাঞ্চ ডেটে যাওয়া, মালদ্বীপ ভ্রমণসহ বাকী রাখেননি কোন কিছুই। তবে এখন আর তাদের চায়ের টেবিলেও দেখা যায় না। সিনে পত্রিকা বলিউডলাইফ’কে দুজনের এক ঘনিষ্ঠজন বলেন, ‘সিদ্ধার্থ-কিয়ারা আর একসঙ্গে নেই। পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ। বলতে পারেন ভালোবাসা ফুরিয়ে গেছে। কেন এই সম্পর্ক ভাঙলো? এর জবাব তো তাদের কাছেই কাছে। তবে সত্যি এই সম্পর্ক ভাঙাটা দুর্ভাগ্যজনক’।
অনেকের মতে, সিদ্ধার্থ-কিয়ারার বন্ডিং দেখে মনেই হয়নি এ সম্পর্ক ভেঙ্গে যাবে! মাস কয়েক আগে সিদ্ধার্থ নিজের বাবা-মা’র সঙ্গেও কিয়ারার পরিচিত করিয়েছিলেন। তবে হঠাৎ করেই সব ওলটপালট! এর আগে আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেম কাহিনির গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সহশিল্পী থেকে আলাদা হওয়ার পর কিয়ারা আদভানির দিকেই মন দিয়েছিলেন নায়ক। তবে পর্দার মতো বাস্তবেও পূর্ণতা পেল না প্রেম!
সূত্র: হিন্দুস্তান টাইমস
দৈনিক অন্যধারা/২৫ এপ্রিল ২০২২/জকাতা