সিলেটে আবারও ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বহু এলাকা। এতে প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বুধবার (১৫ জুন) ভোর থেকেই বৃষ্টি হচ্ছে অবিরাম। ক্রমশ বাড়ছে বিভিন্ন উপজেলার পানি। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে প্লাবিত হয়েছে তিন শতাধিক গ্রাম।
এর আগে সিলেটে গত ১৫ মে থেকে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানিবন্দী হয়ে নগরীসহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন। সেই দুর্ভোগের রেশ না কাটতেই ফের বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। এতে বন্যাকবলিত মানুষের জন্য গোয়াইনঘাট উপজেলায় খোলা হয়েছে ৪২টি আশ্রয় কেন্দ্র।
জানা গেছে, বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে। ইতিমধ্যে পানি প্রবেশ করেছে সুরমা নদীর তীরবর্তী নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে। এছাড়াও নদী তীরবর্তী সিলেট নগরীর পাইকারি বাজার মহাজনপট্টি ও কালিঘাটের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও আবার পানি ঢুকেছে।
দৈনিক অন্যধারা/১৫ জুন ২০২২/জ কা তা