সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

- Advertisement -
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড
৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভাপতি আলহাজ্ব এস এম আল মামুনের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম (এমপি)।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দীন রাশেদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো: গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহ আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, বাংলাদেশ শিক্ষক সমিতি সীতাকুণ্ড শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক  মো: আবু বকর ও উপজেলার অন্যান্য দপ্তরের অফিসার বৃন্দ। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নিগার সুলতানার স্বাগত বক্তৃতায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, বিবাহ ও তালাক রেজিস্টার, ইউপি মেম্বার, বেসরকারি উন্নয়ন সংস্থা, বেসরকারি হাসপাতাল প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এতে ৭টি ক্যাটাগরিতে ২০২১ ও ২০২২ সালে মোট ১৪ জনকে উপজেলার শ্রেষ্ঠকর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
অনুষ্টানে বক্তারা, সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনা বিভাগের কাজের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে, সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের প্রস্তাবনাকে সমর্থন করে উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবনের জন্য উদ্যোগ নিবেন বলে আশ্বাস দেন।
অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন (ইউএনও), পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে।
অনুষ্ঠান শেষে ২০২২ এ যারা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের পুরষ্কৃত করা হয়েছে, এদের মধ্যে রয়েছেন,
১/ শ্রেষ্ঠ ইউনিয়ন: ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ।
২/ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: ফাহমিনা আক্তার, ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন।
৩/ শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: তছলিম উদ্দিন, ৮ নং সোনাইছড়ি ইউনিয়।
৪/ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: রোজিনা আক্তার, ১ নং সৈয়দপুর ইউনিয়ন।
৫/ শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: সুব্রত গুলজার, ৬ নং বাশবাড়িয়া ইউনিয়ন।
৬/ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র: ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র।
৭/ সরকারি প্রতিষ্ঠান: মেরী স্টোপস ক্লিনিক।
তাছাড়া ২০২১ সালে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের সকলকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর