সীমা বাড়লো মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

মোবাইলে মাধ্যমে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনের নতুন সুবিধা আগামী মঙ্গলবার থেকে চালু করার নির্দেশনার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশের মতো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন থেকে একে-অন্যের সঙ্গে লেনদেন করতে পারবে। পাশাপাশি ব্যাংক ও এমএফএসের মধ্যেও লেনদেন করা যাবে।

গ্রাহকেরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এর আগে কার্ড থেকে দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।

মোবাইল আর্থিক সেবার গ্রাহক একে অপরকে দৈনিক ২৫ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। এর আগে এমএফএসের একজন গ্রাহক অন্য গ্রাহককে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন। সোমবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-পিএসডি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠানো নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে দেশের সামগ্রিক লেনদেন ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন প্রণােদনা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আর্থিক সহায়তা দেওয়া ইত্যাদি কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। এছাড়া স্বল্প আয়ের জনগণের মধ্যেও মোবাইল ব্যাংকিং ব্যবহারের চাহিদা উল্লেখযােগ্য। সর্বোপরি সকল ক্ষেত্রে চাহিদার কথা বিবেচনা করে ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করার লক্ষ্যে এমএফএসের ব্যক্তিগত হিসাবের লেনদেনের সীমা পুনঃনির্বারণ করা হয়েছে। সফলভাবে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্নকারী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান আগামী মঙ্গলবার থেকে লেনদেন শুরু করবে।  যারা প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি, তাদের আগামী বছরের ৩১ মার্চের মধ্যে এ সেবা চালু করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এমএফএস প্রতিষ্ঠানের হিসাব থেকে অর্থ এমএফএস প্রতিষ্ঠানের হিসাবে যাবে, সেই প্রতিষ্ঠান অর্থ প্রেরণকারী এমএফএস প্রতিষ্ঠানকে লেনদেন হওয়া অর্থের ০.৮০ শতাংশ হারে মাশুল দেবে। একইভাবে ব্যাংক হিসাব হতে এমএফএস হিসাবে এবং এমএফএস হিসাব থেকে ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের উভয়ক্ষেত্রেই এমএফএস প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাংককে লেনদেন করা অর্থের ০.৪৫ শতাংশ মাশুল প্রদান করবে।

 

দৈনিক অন্যধারা/২৫ এপ্রিল ২০২২/জকাতা

- Advertisement -

আরো পড়ুুর