সেন্সর পেল জয়ার ‘নকশী কাঁথার জমিন’

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

বিভিন্ন দেশের ফেস্টিভ্যালে প্রশংসিত ও পুরস্কৃত হওয়ার পর এবার দেশে মুক্তির জন্য সেন্সর পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আকরাম খান।

তিনি বলেন, ‘‘আনকাট সেন্সর পেয়েছে ‘নকশী কাঁথার জমিন’। ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি নানা প্রশংসা ও সম্মান বয়ে এনেছে। এখন দেশের বড়পর্দায়ও সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা।’’

নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্পটির ওপর নির্মিত ‘নকশী কাঁথার জমিন’।

ইতোমধ্যে সিনেমাটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই), বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।

সিনেমাটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। এতে রাহেলা চরিত্রে জয়া আহসান এবং সালেহা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শামস সেওতি।

আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য চৌধুরী, আদ্রিতা ইবনাত খানসহ অনেকে।

খ.র

- Advertisement -

আরো পড়ুুর