স্ত্রীর অভিযোগ ডা. মুরাদ তাকে মারধর করে প্রাণ নাশের হুমকি দিয়েছে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন । স্ত্রীর অভিযোগ ডা. মুরাদ তাকে মারধর করে প্রাণ নাশের হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি,২০২২) দুপুরে ডা. জাহানারা এহসান ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।

৯৯৯ থেকে বিষয়টি  ধানমন্ডি থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম দ্রুত মুরাদের বাসায় যায়।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ৯৯৯ এ সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের স্ত্রীর কল পেয়ে তার ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে।তার স্ত্রীর অভিযোগ মুরাদ তাকে মারধর করে প্রাণ নাশের হুমকি দিয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, মুরাদের স্ত্রী  বেলা ৩টার দিকে ৯৯৯ এ ফোন দিলে  আমাদের একটি টিম তার বাসায় পাঠানো হয়। বাসায় গিয়ে আমরা সাবেক প্রতিমন্ত্রী ডা.মুরাদ সাহেবকে পাইনি। আমাদের ধারণা পারিবারিক কলহের কারণে এমনটা হতে পারে । আমাদের কাছে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করে নি।

তিনি বলেন, প্রতিমন্ত্রী মুরাদের স্ত্রী যদি লিখিত অভিযোগ করেন তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।

দৈনিক অন্যধার//আর এম

- Advertisement -

আরো পড়ুুর