অন্যধারা ডেস্ক:
সরকার সারাদেশে ১২ বছরের উপরে সবাইকে করোনাভাইরাসের টিকা নেওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য এখন থেকে এই বয়সী সকলের জন্য টিকা উন্মুক্ত ।
রবিবার (৩০ জানুয়ারি,২০২২) রাজধানীর মহাখালী বিসিপিএস প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে শুধু শিক্ষার্থীরাই নয় ১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা ভাইরাসের টিকা নিতে পারবে। আমরা চিন্তা করে দেখলাম অনেকেই হয়তো স্কুলে আসে না বিভিন্ন কাজে কর্মে থাকে তাই এটা উন্মুক্ত করে দিলাম। অর্থাৎ ১২ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিক যারা সবাই করোনার টিকা নিতে পারবে।
দৈনিক অন্যধারা//আর এম