২০২১-২২ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের এডিপির অগ্রগতি ৪৬ ভাগ

- Advertisement -
- Advertisement -

অন্যধার ডেস্ক:

২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর এই পাঁচ মাসে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত সংস্থাসমূহের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুযায়ী বাস্তবায়ন অগ্রগতি শতকরা প্রায় ৪৬ ভাগ। যেখানে জাতীয় পর্যায়ে বাস্তবায়ন অগ্রগতি শতকরা প্রায় ১৯ ভাগ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর,২০২১) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এমন তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের ২০২১-২০২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩৩টি প্রকল্প রয়েছে যার মধ্যে ৩০টি বিনিয়োগ প্রকল্প, ২ টি কারিগরি সহায়তা এবং ১ টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন।এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৪ হাজার ৬৬ কোটি টাকা। এর মধ্যে জিওবিখাতে ১ হাজার ২০৩ কোটি টাকা, প্রকল্প সাহায্যখাতে ২ হাজার ৮১৭ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নখাতে ৪৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত প্রকল্পগুলোর খাতে ১ হাজার ৮৫৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সালের নভেম্বর পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক পাশাপাশি আরও ভাল করতে হবে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর