২০২২ সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

- Advertisement -
- Advertisement -

অন্যধার ডেস্ক:

বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে  নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর,২০২১) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে ধরতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়েছে। সে জন্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২২ সালের  বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর