বিনোদন ডেস্ক
ছিলেন মেধাবী শিক্ষার্থী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকজয়ী ছাত্রী তিনি। মডেলিংয়ের পর বলিউডে এসেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন অনু আগারওয়াল। সেই কবে ‘আশিকি’ মুক্তি পেয়েছে, তিন দশকের বেশি সময় পর এখনো দর্শক মনে রেখেছেন তাঁকে। তবে অনু আগারওয়ালের জীবন অনেকটাই যেন রহস্যে মোড়া। খ্যাতির শিখরে থাকা অবস্থায় অভিনয় ছেড়েছিলেন। এরপর যোগ সাধনায় মনোযোগী হওয়া, সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে ঘটনাবহুল জীবন তাঁর। দীর্ঘদিন পর অভিনয়ে ফেরার আগ্রহ দেখিয়েছেন নব্বই দশকের আলোচিত এই অভিনেত্রী। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয় ছাড়া, নতুন করে ফেরার চিন্তাসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারের শুরুতেই অনু আগারওয়ালের কাছে জানতে চাওয়া হয় বহুল চর্চিত সেই প্রশ্ন—‘আশিকি’ সুপারহিট হওয়ার পরও খুব বেশি সিনেমায় অভিনয় করেননি কেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি আত্মার অন্ধকার দিকটা দেখতে পাচ্ছিলাম। দুনিয়ার সবাই ভাবছিল আমার সব আছে কিন্তু আমি তখন ছিলাম সবচেয়ে অসুখী মানুষ। ফলে ১৯৯৪ সালে নতুন ছবি হাতে নেওয়া ছেড়ে দিই। আমি বিদেশ যাই, একটি নামকরা হলিউড সংস্থা ১৯৯৬ সালে আমাকে বড় একটি ছবিতে প্রায় চূড়ান্তও করে ফেলেছিল। দারুণ ব্যাপার ছিল সেটা। তবে আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম। ১৯৯৯ সালে বিহারের ইয়োগা স্কুলের যোগ দিই। এটাই আমার জীবন বদলে দেয়।
তবে ১৯৯৯ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা সব বদলে দেয়। ভয়াবহ সেই গাড়ি দুর্ঘটনা তাঁকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে দেয়। ২৯ দিন পর কোমা থেকে জেগে ওঠেন অনু আগারওয়াল। যদিও ওই দুর্ঘটনার সঙ্গে অভিনয় ছাড়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। এত দিন পরে ওই দুর্ঘটনা প্রসঙ্গে অনু বলেন, ‘ওটা ছিল জীবন-মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থা। আমি কোমাতে ছিলাম, অবিশ্বাস্যভাবে ২৯ দিন পর জেগে উঠি। অর্ধেক শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। ভয়াবহ এক ট্রমার মধ্যে ছিলাম। যখন কোমা থেকে জেগে উঠে, নিজেকে সদ্যোজাত শিশু মনে হচ্ছিল। আগের অবস্থায় ফিরতে অনেকটা সময় লেগে যায়।
গত কয়েক বছর, বিশেষ করে ভারতে ওয়েব সিরিজের উত্থানের পর অনেক অভিনেত্রীকেই দেখা গেছে নতুন করে শুরু করতে। কিন্তু অনু আগারওয়ালকে সেভাবে অভিনয়ে আগ্রহী দেখা যায়নি। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁকে অভিনয়ে ফিরতে আগ্রহী দেখা গেছে। এত দিন পরে অভিনয় তাঁর জন্য কতটা সহজ হবে? অনু আগারওয়াল বলেন, ‘অভিনয় আমার জন্মগত দক্ষতা। আমি যখন শুরু করি, তখন সুপারমডেলদের বলিউডে স্বাগত জানানো হতো না। আমি সব প্রতিকূলতা পেরিয়ে সফল হয়ে দেখিয়েছিলাম।
দৈনিক অন্যধারা/১২-১০-২০২২ইং

