অধিনায়কত্ব হারাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাতে চলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স  কারনে এবং অধিনায়কত্বে তেমন কার্যকর ভূমিকা রাখতে না পারায় তাকে আর এ দায়িত্বে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়কত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এদিকে গুঞ্জন রয়েছে, জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হবে মাহমুদউল্লাহকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে ফর্মের কারণেই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে শোনা যাচ্ছে। সত্যিই তিনি দলে জায়গা হারান কি না, সেটি জানা যাবে হয়তো সন্ধ্যায়।

উল্লেখ্য, ২০১৮ সালে সাকিবের চোটে পাঁচ ম্যাচের জন্য অধিনায়কত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। পরে ২০১৯ সালে সাকিব নিষিদ্ধ হলে পাকাপাকিভাবে তার কাঁধেই দায়িত্ব তুলে দেওয়া হয়। মাহমুদউল্লাহর অধীনেই সবচেয়ে বেশি ৪৩ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, পেয়েছে সর্বোচ্চ ১৬টি জয়।

এছাড়া অধিনায়ক হিসেবে ৪৩ ম্যাচের ৪২ ইনিংসে ২৩.০০ গড়ে মাহমুদউল্লাহর রান ৭৮২, স্ট্রাইকরেট ১১২.৬৮, সর্বোচ্চ ৫২। অধিনায়ক হওয়ার আগের ৭৫ ম্যাচে ৬৮ ইনিংসে ২৩.৭৯ গড়ে ১২৬১ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১২১.৩৬, সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান ছিল তার।

 

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর