অরুণাচলের ১১ জায়গার নাম বদল করে মানচিত্র প্রকাশ চীনের, দুশ্চিন্তায় ভারত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

অরুণাচল প্রদেশের ১১ জায়গার নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করেছে চীন। এছাড়ান অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়েছে।

চীনের এমন কর্মকাণ্ডে তেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। দিল্লির তরফ থেকে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। তাই যে কেউ নাম পরিবর্তন করলে তাতে বাস্তবে কোনো দিন বদলাবে না বলেও দাবি কেন্দ্রের।

No description available.

চীনের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দক্ষিণ তিব্বতের কিছু ভৌগোলিক এলাকার নাম পরিবর্তন করা হয়েছে।’’

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সরকারি বিজ্ঞপ্তি উদ্ধৃত করে জানিয়েছে, “রোববার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ১১টি এলাকার নাম পরিবর্তন করেছে। যার মধ্যে রয়েছে দু’টি বিস্তীর্ণ ভূমি এলাকা, দু’টি আবাসিক এলাকা, দু’টি নদী এবং পাঁচটি পর্বতশৃঙ্গ।’’

No description available.

চীন একটি মানচিত্রও প্রকাশ করেছে যেখানে অরুণাচল প্রদেশের কিছু অংশকে চীনের বলে দাবি করা হয়েছে। এবং এই এলাকাকে ‘জাংনান’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

রোববার চীনা এবং তিব্বতসহ মোট তিনটি ভাষায় সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্রে জানানো হয়েছে, মানুষ যাতে আরও সহজে এলাকাগুলোর নাম সঠিকভাবে মনে রাখতে পারে, তার জন্যই এই পদক্ষেপ।

No description available.

এর আগে ২০১৭ এবং ২০২১ সালেও ‘জাংনান’ চীনের বলে দাবি করেছিল সে দেশের সরকার। এ-ও দাবি করা হয়েছিল যে, ওই এলাকা চীনের বলে দাবি করার যথেষ্ট ‘ঐতিহাসিক এবং প্রশাসনিক ভিত্তি’ রয়েছে।

 

খ.র

- Advertisement -

আরো পড়ুুর