অন্যধারা ডেস্ক:
খুব দ্রুত মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের সিদ্ধান্ত আসছে । একই সাথে দোকানপাট ও শপিংমল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখা যাবে সে বিষয়েও সিদ্ধান্ত আসছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি,২০২২) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দোকানপাট ও শপিংমল রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী বলেন, ১৫ দিন পর এসব বিষয় বাস্তবায়নের কথা বলা হলেও আজ আমি প্রপোজ (প্রস্তাব) করেছি ১৫ দিন নয়, সাতদিন করার জন্য। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবগত করা হলে তিনি আমার সাথে একমত পোষণ করেছেন।
দৈনিক অন্যধারা//আর এম

