অন্যধারা ডেস্ক:
নারী শিক্ষা নিয়ে কথা বলার এক অন্যন্য নাম ১৫ বছরের আফগান কিশোরী সোতুদা ফোরোতান। সম্প্রতি ২০২১ সালের যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ফিন্যানসিয়াল টাইমসের তালিকায় বিশ্বের প্রভাবশালী ২৫ নারীর মধ্যে জায়গা করে নিয়েছে সোতুদা ফোরোতান।
নারী শিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধে কথা বলায় প্রভাবশালী ২৫ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
প্রায় ২০০ মানুষকে সামনে রেখে ফোরোতান বলেন, আমি আজ সব মেয়েদের হয়ে একটি হৃদয়ের কথা বলতে চাই। আমরা সবাই জানি হেরাত হলো জ্ঞানের শহর। তাহলে কেন মেয়েদের জন্য স্কুল বন্ধ থাকবে ।ফোরোতান সাহসিকতার সঙ্গে নারী শিক্ষা নিয়ে এমন বক্তব্য দেওয়ায় সকলেই তার প্রশংসা করেন। আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে।
সাপ্তাহিক অন্যধারা//আর এম