আন্তর্জাতিক ডেস্ক
আর্জেন্টিনার নাম শুনলেই আমাদের মনে প্রথমেই আসে ফুটবলের কথা। দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির মতো খেলোয়াড়ের জন্ম হয়েছে দেশটিতে। নিজ যোগ্যতায় আজ বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদ হয়ে উঠেছেন মেসি। প্রতিদিন আয় করছেন কোটি টাকা। তবু আর্জেন্টিনার শীর্ষ ধনীদের ধারেকাছেও নেই ফুটবলের এই ‘বিস্ময়বালক’। মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যমতে, ফরাসি ক্লাব পিএসজিতে বর্তমানে মেসির বর্তমান বাৎসরিক বেতন সাড়ে তিন কোটি মার্কিন ডলার। অর্থাৎ, তার সাপ্তাহিক আয় ৭ লাখ ৩৮ হাজার ডলার, দৈনিক আয় ১ লাখ ৫ হাজার ডলার এবং প্রতি ঘণ্টায় আয় ৮ হাজার ৭৯০ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে মেসির দৈনিক আয় প্রায় ১ কোটি ৭ লাখ টাকা এবং ঘণ্টায় আয় ৮ লাখ ৯৪ হাজার টাকার মতো।
তবে এত অর্থবিত্তের মালিক হয়েও আর্জেন্টিনার শীর্ষ ধনীদের কাছাকাছি যেতে পারেননি লিওনেল মেসি। ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, এই মুহূর্তে আর্জেন্টিনায় বিলিয়নিয়ার বা শত কোটি ডলারের মালিক রয়েছেন মোট ছয় জন। তাদের মধ্যে সবচেয়ে কম সম্পদ যার, তিনিও ১৩০ কোটি ডলারের মালিক।
দৈনিক অন্যধারা/২৬-১১-২০২২