করোনাভাইরাস সংক্রমণে সবার আগে ব্যাপকভাবে বিপাকে পড়া দেশটির নাম ইতালি। ভাইরাসটি সর্বপ্রথম চীনে শনাক্ত হলেও এর ভয়ঙ্কর প্রভাব বেশি দেখা যায় ইতালিতেই। তবে ধীরে ধীরে তারা এই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে গিয়েছিল।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা জানান, বর্তমানে আবার এই করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতালিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। দেশের সকল গণপরিবহন ও কিছু অভ্যন্তরীণ ভেন্যুতে আগামী ১৫ জুন পর্যন্ত বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। গত বৃহস্পতিবার থেকে দেশটিতে পুনরায় এ নিয়ম চালু করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা আরও জানান, হাসপাতাল, থিয়েটার, সিনেমা হল, অভ্যন্তরীণ অনুষ্ঠানে প্রবেশের জন্য মাস্কের প্রয়োজন হবে। সরকার অবশিষ্ট বিধিনিষেধ প্রত্যাহারে সতর্ক থাকতে চায়।
তিনি বলেন, আগামী ১৫ জুন পর্যন্ত কিছু বিধিনিষেধ রাখার সিদ্ধান্ত নিয়েছি, সতর্কতার উপাদান হিসেবে এগুলো অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি বিশ্বাস করি।
দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৬৩ হাজার ২৪৪ জন। বর্তমানে দেশটিতে পুনরায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৮৪ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৬৫ শতাংশ মানুষ। সূত্র: রয়টার্স