ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করতে জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ দলকে ডাকা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
শুক্রবার (২০ মে) দুপুরে প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উদ্বোধন শেষে এ কথা বলেন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করাই হচ্ছে প্রথম লক্ষ্য। আমাদের ইভিএমে ১১০ থেকে ১২০ আসনে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে। ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে নির্বাচন কার্যক্রম পরিচালনায় বিষয়ে ভাবিনি। তবে রাজনৈতিক দলগুলো যদি ইভিএমে আস্থা রাখে তবে এর সংখ্যা বাড়ানো হতে পারে।
রাজনৈতিক দলগুলোর সামনেই ইভিএমে ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা তা বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ গ্রহণ করা বা না করা তা কেবল সরকার ও রাজনৈতিক দলগুলোর বিষয়। এতে নির্বাচন কমিশনের কোন সম্পৃক্ততা নেই। তবে ‘যার ভোট তিনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন’ এ বিষয়টি নিয়ে ইসি কাজ করছে।
দৈনিক অন্যধারা/২০ মে ২০২২/জ কা তা