ই-কমার্স প্রতিষ্ঠান ‘জেকা বাজার’ মালিককে গ্রেফতার ও সিআইডি’র পরবর্তী অভিযান

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

ই-কমার্স প্রতিষ্ঠান ‘জেকা বাজার’ এর মালিক জাবিউল্লাহ খান জাবেরকে নিয়ে অভিযান চালিয়েছে সিআইডি। রোববার ( ১৭ জুলাই ) বিকেলে রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে ‘জেকা বাজার’ এর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, রাজবাড়ীতে ২০ হাজার গ্রাহকের ৬০ কোটির অধিক টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘ ১০ মাস আত্মগোপনে থাকা পর ফরিদপুরের আলীপুর এলাকা থেকে শনিবার (১৬ জুলাই) বিকেলে জাবেরকে গ্রেপ্তার করে রাজবাড়ীর সিআইডি পুলিশ। গ্রেপ্তারকৃত ‘জেকা বাজার’ এর মালিক জাবিউল্লাহ খান জাবের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

রাজবাড়ী সিআইডি’র পুলিশ পরিদর্শক মো: জিল্লুর রহমান জানান, স্বল্প মূল্যে মোটরসাইকেল, প্রসাধনী সামগ্রীসহ নানা প্রলোভন দেখিয়ে রাজবাড়ী জেলার প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে ৬০-৭০ কোটি টাকা হাতিয়ে নেয় জেকা বাজারের মালিক জাবের উল্লাহ। হাতিয়ে নেওয়া টাকা দিয়ে পরিবারের বিভিন্ন সদস্যের নামে ঢাকা, রাজবাড়ী শহর, কালুখালীতে জমি, ফ্লাট কিনেছে প্রতিষ্ঠানটির মালিক।

এছাড়া তিনি আরও জানান, জেকা বাজারে টাকা বিনিয়োগ করা গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দেওয়াসহ টালবাহানা করায় বিনিয়োগকারীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সিআইডিকে দেয়া হয় গ্রাহকদের দায়েরকৃত মামলাটির তদন্তভার। জাবেরকে গ্রেপ্তারের পর রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে জেকা বাজার অফিসে অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় পুনরায় অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, গ্রামের বাড়ীতে সাংবাদিক সম্মেলনে ছেলে জাবি উল্লাহ খান জাবেরকে অনৈতিক কার্যকলাপ, মাদক সেবনের অভিযোগ ও রাজবাড়ী আদালতের নোটারী পাবলিকের মাধ্যমেও ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা শুকুর আলী।

উল্লেখ্য, প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের কর্মকর্তারা গত বছরের ২ নভেম্বর জেকা বাজারের কার্যক্রম বন্ধ করে দেয়। তারপর থেকেই জেকা বাজারের মালিক জাবিউল্লাহ খান জাবের পলাতক ছিলেন।

দৈনিক অন্যধারা/১৭ জুলাই ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর