একবার চলে আসলে আর ফিরেও তাকাই না : পরীমণি

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবন—যত যা কিছুই হোক না কেন, তা ফেসবুকে প্রকাশ করে থাকেন। এই তো, গত বছরের শেষ দিনে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। যদিও পরে আবার একত্র হয়েছেন তারা।

No description available.

সোমবার (৩ এপ্রিল) এ অভিনেত্রী ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে একটি পুকুরপাড়ে উদাস মনে বসে থাকতে দেখা যাচ্ছে। প্রকৃতির সবুজের মাঝে থেকে তোলা সুন্দর ছবি পোস্ট করলেও দ্বিধা বাধে নায়িকার ক্যাপশনে।

No description available.

পরীমণি ক্যাপশনে লেখেন, ‘সাধারণত আমি মানুষকে ভুল শুধরে নেয়ার জন্য তাদের চাওয়া অনুযায়ী সময় দেই। কিন্তু যখন কোনো কিছু থেকে একবার আমি চলে আসি, তখন আর ফিরেও তাকাই না।’

এদিকে হঠাৎ কেন ছবির ক্যাপশনে এমনটা লিখলেন? তাহলে কি স্বামীর সঙ্গে আবারও কোনো সমস্যায় জড়িয়েছেন তিনি? মনের মাঝে এসব প্রশ্ন থাকলেও প্রশ্ন রাখার সুযোগ নেই নেটিজেনদের। কারণ, অভিনেত্রীর পোস্টে মন্তব্যের অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর দিবাগত রাতে ফেসবুক আইডি থেকে এক পোস্টে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন পরী। লিখেছিলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

No description available.

এ নিয়ে রাজ-পরী দু’জনই কয়েকদিন সংবাদমাধ্যেমে কথা বলেছিলেন। তবে শেষ পর্যন্ত সন্তানের কারণে তারা আবার এক হয়েছেন বলে জানিয়েছিলেন।

 

খ.র

 

- Advertisement -

আরো পড়ুুর