স্পোর্টস ডেস্ক :
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বল হাতে নিজেকে আবারও প্রমাণ করেছেন হাসান মাহমুদ। রংপুর রাইডার্সের হয়ে এই পেসার এবারের বিপিএলে প্রায় ৮ ইকোনমিতে বল করে নিয়েছেন ১৭ উইকেট। আর তাতে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তারকা এ পেসার। বিপিএল শুরুর সময় অবশ্য সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কথা ভাবেননি হাসান। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে লক্ষীপুরের এই তরুণ পেসার জানিয়েছেন, দলকে জেতানোই ছিল তার মূল লক্ষ্য। তারকা পেসার এছাড়াও কথা বলেছেন কোয়ালিফায়ার থেকে বাদ পড়া এবং ইংল্যান্ড সিরিজসহ আরও অনেক বিষয় নিয়ে।
সাংবাদিকের এক বাতরায় হাসান মাহমুদ জানায়, আলহামদুলিল্লাহ খুব ভালো। বেশ উপভোগ করেছি। ওরকম চিন্তা করিনি প্রথমে। দলকে জেতানোর লক্ষ্যই ছিল বেশি। চেষ্টা করেছি আর কি। অবশ্যই স্পেশাল। কারণ যে দলে আমি খেলেছি- রংপুর রাইডার্স কয়েকবছর পর আবারও বিপিএলে ফিরেছে। দলের কম্বিনেশন দারুণ ছিল ছিল, যেখানে পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ভালো খেলেছি। শেষ পর্যন্ত যদিও আমরা ফাইনালে যেতে পারিনি। অবশ্যই আক্ষেপ রয়েছে। আমরা কিন্তু জেতার মধ্যেই ছিলাম। তবে শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি।
ফাইনাল খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগত। সবার আগে চিন্তা থাকবে ঘরের মাটিতে নিজেরাই জেতার। দেখা যাক কি হয়। আমার আসলে তার সঙ্গে কখনও কাজ করা হয়ে উঠেনি। এখন আসুক, দেখা যাক। আমি নিজে আসলে খুবই উৎসুক তার সঙ্গে কাজ করার জন্য। ডোনাল্ডের কাছ থেকে আমি গেম প্ল্যানিং সম্পর্কে বেশি শিখেছি এবং সেটা বাস্তবায়ন করতে শিখেছি। কোন পরিস্থিতিতে কোথায় বোলিং করতে হবে এগুলো নিয়েই কথা হয় বেশি। আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছি এখন। আশা রাখছি এটা ধরে রাখব।
দৈনিক অন্যধারা / ১৮-০২-২০২৩