অন্যধারা প্রতিবেদক:
রাজধানীর কলাবাগান থানাধীন কমফোর্ট হাসপাতালে নাকের পলিপ অপারেশন করাতে গিয়ে চিকিৎসকদের ভুলে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মৃতের ভাগনে আদনান সাদিক রিয়াদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে নাকের পলিপ অপারেশন করানোর জন্য তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে বের করা না হলে আমরা খোঁজ নিতে যাই। তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়, রোগী অপারেশন টেবিলে দুবার স্ট্রোক করেছিলেন। পরে সেখান থেকে বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের ভুলের কারণে সামছুদ্দোহা মারা গেছেন। তারা তাকে মেরে ফেলেছে। দায়ীদের বিচার দাবি করেছেন তারা।
অন্যধারা/২১/০৮/২০২৮