করোনায় আক্রান্ত আবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

- Advertisement -
  • আন্তর্জাতিক ডেস্ক :
  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বাড়িতে থেকেই কাজ করবেন।
  • গত অক্টোবরে করোনা সংক্রমিত লোকজনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার করে দেশটির সরকার।
  • এক বিবৃতিতে আলবানিজ বলেছেন, ‘আমি অসুস্থ যে কাউকে পরীক্ষা করাতে এবং তাদের পরিবার ও প্রতিবেশীদের ভালো রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে উত্সাহিত করছি।’
  • প্রধানমন্ত্রী আলবানিজের আগামী ১২-১৩ ডিসেম্বর, দুই দিনের সফরে পাপুয়া নিউগিনি যাওয়ার কথা রয়েছে।
  • এক দশক পর অস্ট্রেলিয়ায় আবারও সরকার গঠন করে লেবার পার্টি। গত মে মাসের ভোটে প্রধানমন্ত্রী পদে বেসরকারিভাবে জয়ী হন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ।
  • এদিকে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৮৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৪ জন। সোমবার (৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।
  • দৈনিক অন্যধারা // আর.এইস.কে
- Advertisement -

আরো পড়ুুর