কাতার বিশ্বকাপ না জিতলে মেসির কাছে দায় থেকে যায় ফুটবলের

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক

এ কথা বহুজন বহুবার বলেছেন, কোনো নতুনত্ব নেই। সাবেক কোচ হোর্হে সাম্পাওলি বলেছেন চার বছর আগে। নতুন করে বললেন হুলিয়ান আলভারেজ। রিভার প্লেটে খেলা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এখনো ইউরোপিয়ান ফুটবলের স্বাদ পাননি। আগামী মৌসুমে দেখা যাবে ম্যানচেস্টার সিটিতে। তবে আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে সাফল্যের দেখা পেয়ে গেছেন। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার পর লা ফিনালিসিমাও জিতেছেন এ স্ট্রাইকার।

এই প্রজন্মের আর সব আর্জেন্টাইনের মতোই আলভারেজের জাতীয় দল নিয়ে সব প্রচেষ্টার কেন্দ্রে লিওনেল মেসি। নিজেদের সোনালি প্রজন্ম নিয়ে আর্জেন্টিনার জার্সিতে কিছু জিততে পারেননি মেসি। নিজের ক্যারিয়ারের শেষ দিকে সে দুঃখ ধীরে ধীরে ঘুচছে তাঁর। এক বছরের মধ্যে আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি। এখন শুধু বিশ্বকাপটাই অধরা। আলভারেজের মতে ফুটবলের দায় থেকে যাবে যদি মেসি বিশ্বকাপ না জিততে পারেন।

দৈনিক অন্যধারা/এইচ

- Advertisement -

আরো পড়ুুর