কারাগার

- Advertisement -
- Advertisement -

কারাগার
মোহাম্মদ আবদুল কাইয়ুম

জীবন তো দৃশ্যমান ও অদৃশ্য বিমুর্ত এক ছায়া ছবি
তার পাঠশালাতে সবাই এক একজন নিজ মনে কবি,
দ্বারা,পুত্র,পরিবার আসলে কেউ নয় কার কায়া সবি?
বেদনার আরশিতে ভাসে একটা সাটানো নীলাভ রবি,
পাশাপাশি পায়ে পায়ে হেঁটে যায় জল জোছনার ছবি
পথিক তো পথহারা মনটা পাগলপারা স্বপ্নরা মায়াবী,
অজানা বিষাদে ছেয়েযায় অবসাদে হৃদয়ের বকুলতলা,
মনময়না বুঝেনা তো রমনীয় অস্পর্শ কোন ছলাকলা,
ফুরায় না বেলা কত কাল এভাবে চলা একাকী একলা!
সজনী বিরহরজনী হয় না কভু ভোর ভাঙ্গে এ পারাপার,
চিরটাকাল মনোহর আশার বালুচর সবই যে হারাবার
দাসত্বে বন্দী জীবনটা নয় স্বর্গপুরী যেন এক কারাগার।

খাসনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

এমকেএ/অন্যধারা

- Advertisement -

আরো পড়ুুর