কারো খবরদারির কাছে নতজানু হবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাধীন জাতি আমরা। যুদ্ধে বিজয় অর্জন করে আমরা আমাদের দেশ পেয়েছি। কারো খবরদারির কাছে নতজানু হব না। এটাই আমাদের সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপে আগ্রহী না। তাই অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক তা চায় না ঢাকা।

সরকারপ্রধান বলেন, বিশ্বে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতি অনুরসরণ করে চলেছে সরকার। দেশের উন্নয়নে যা প্রয়োজন তার সবই করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে কেউ যাতে দেশের ক্ষতি করতে না পারে সে বিষয়ে এসএসএফ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। যা শুধু আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগেনি, করোনাকালীন সময়ে প্রতিটি ক্ষেত্রেই আমাদের ডিজিটাল সিস্টেম কাজে লেগেছে।

ডি.ও // র হ খ
- Advertisement -

আরো পড়ুুর