কুমিল্লায় ভেসে উঠতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন।

- Advertisement -
- Advertisement -

অন্যধারা প্রতিবেদক:

স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার ১৪ উপজেলা। এরইমধ্যে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে পানি নামতে শুরু করলেও দীর্ঘ ১৬ দিনেও মনোহরগঞ্জ উপজেলায় অপরিবর্তীত রয়েছে বন্যা পরিস্থিতি।

যেসব উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে সেখানে দৃশ্যমান হচ্ছে রাস্তাঘাট। বাড়ির আঙিনা থেকে পানি সরে যাওয়ার পর ভেসে উঠতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। চারদিকে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।

এবারের বন্যায় প্লাবিত কৃষিখাত, মাছের ঘের, প্রাণিসম্পদ, রাস্তাঘাট ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মিলিয়ে কুমিল্লাজুড়ে অন্তত ৩ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

অন্যধারা/০৫ সেপ্টেম্বর ২০২৪

 

- Advertisement -

আরো পড়ুুর