কুড়িগ্রামে কৃষি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদ 

- Advertisement -
রাশেদুজ্জামান তাওহীদ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তবকপুর ইউনিয়নের হামির বাজার এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে  ইটভাটা গড়ে তোলার অপরাধে ১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাটি  এক্সেভেটর দিয়ে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়।
সোমবার (২৪ শে অক্টোবর)  কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উলিপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন উলিপুর নির্বাহী অফিসার শোভন রাংশা এবং  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এ সময় উলিপুর থানা পুলিশের  একদল সদস্য মোবাইল কোর্ট পরিচালনায়  সহযোগিতা করেন।
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন সব জায়গাতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর