কৃষ্ণার সঙ্গে একরাত কাটিয়েই স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন কাশ্মীরা

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

কখনও বড় পর্দায়, কখনও টেলিভিশনে— নব্বইয়ের দশকের শেষ সময় থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করে নিয়েছিলেন কাশ্মীরা শাহ। শুধু হিন্দি সিনেমাতেই নয়, মারাঠি, ভোজপুরী এমনকি তেলেগু সিনেমাতেও কাজ করেছেন তিনি।

মুম্বাইয়ে কাজ করতে এসেই কৃষ্ণা অভিষেকের সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কাশ্মীরা। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, তাদের সম্পর্ক নিয়ে সেসময় বলিপাড়ায় বহুদিন চর্চা হয়। কৃষ্ণার সঙ্গে একরাত কাটিয়েই নাকি তার প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী।

No description available.

১৯৭১ সালের ২ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম কাশ্মীরার। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। ১৬ বছর বয়স থেকে মডেলিংয়ে যুক্ত হন তিনি। মডেলিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে এগিয়ে যাওয়ার সাত বছরের মধ্যেই বেশ নামডাক হয় তার। সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীও হন। এর পরেই বড় পর্দায় পা রাখেন তিনি।

No description available.

১৯৯৬ সালে একটি তেলেগু সিনেমাতে নাচের দৃশ্যে অভিনয় করেন কাশ্মীরা। তারপর বেশ কয়েকটি হিন্দি সিনেমার আইটেম গানেও অভিনয় করতে দেখা গেছে তাকে। ‘ইয়েস বস’, ‘প্যার তো হোনা হি থা’, ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’, ‘ওয়েক আপ সিড’-এর মতো হিন্দি সিনেমাতে কাজ করেছেন তিনি।

২০০২ সালে অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে হলিউডের প্রযোজক ব্র্যাড লিস্টারম্যানের সঙ্গে আলাপ হয় কাশ্মীরার। সেই আলাপ আলাপ থেকে ধীরে ধীরে প্রেম। পরে মুখোমুখি দেখা হলে লাস ভেগাসে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। ওই বছরই বিয়ে করেন তারা।

No description available.

কাশ্মীরা এবং ব্র্যাড বিয়ে করার পর তাদের প্রেমকাহিনির উপর ব্র্যাড ‘মাই বলিউড ব্রাইড’ নামের একটি ইংরেজি সিনেমা বানান। ওই সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন কাশ্মীরা। ২০০৭ সালে সিনেমাটি মুক্তি পায়। কিন্তু এ সিনেমা ঘিরেই এই দম্পতির মধ্যে শুরু হয় অশান্তি।

বিয়ের পাঁচ বছরের মধ্যে কাশ্মীরা এবং ব্র্যাডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অভিনেত্রীও আমেরিকা ছেড়ে মুম্বাইয়ে চলে আসেন। আবার বড় পর্দায় অভিনয় করা শুরু করেন তিনি।

এক পুরনো সাক্ষাৎকারে কাশ্মীরা বলেন, ‘ব্র্যাড সব সময় বাড়িতে ওর কাজ নিয়ে আসত। তার সিনেমার এক একটি দৃশ্যের বার বার টেক নিত। আসল স্ত্রীকে ছেড়ে ও ‘বলিউড ব্রাইড’কে নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল।’

No description available.

বিয়েবিচ্ছেদ না হলেও মুম্বাইয়ে যাওয়ার আগে ব্র্যাডের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেছিলেন কাশ্মীরা। কিন্তু তাদের মধ্যে ফোনে মাঝেমধ্যে যোগাযোগ হত। মুম্বাইয়ে গিয়ে পরপর কয়েকটি সিনেমায় কাজ করার পর ‘অওর পাপ্পু পাস হো গয়া’ নামের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি।

কাশ্মীরা জানতে পারেন এই সিনেমার গোবিন্দের ভাগ্নের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। কিন্তু তিনি যে আসলে কৃষ্ণা অভিষেক, তা তিনি জানতেন না। কাজের সূত্রে কৃষ্ণার সঙ্গে বন্ধুত্ব হয় তার। প্রথম দেখাতেই কৃষ্ণার প্রতি আকর্ষণ অনুভব করেন তিনি। শুটিংয়ের সময় তার সঙ্গে রাত্রিযাপন করেন কাশ্মীরা। কথা বলে জানতে পারেন যে, তিনি কৃষ্ণার চেয়ে দশ বছরের বড়।

সাময়িক ভাল লাগা ভেবে নিজের অনুভূতি এড়িয়ে গিয়েছিলেন কাশ্মীরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণার সঙ্গে তার সম্পর্ক আরও মজবুত হতে থাকে। কাশ্মীরা বুঝতে পারেন যে, নিজের অজান্তেই কৃষ্ণাকে ভালোবেসে ফেলেছেন তিনি।

নিজের মনের কথা প্রথমে তার স্বামী ব্র্যাডকে জানান কাশ্মীরা। তাকে তিনি বলেন, ‘আমি তোমার প্রেমে পড়ার সময় যা অনুভব করেছিলাম, আবার যেন সেই অনুভূতিই জেগে উঠেছে।’

No description available.

কাশ্মীরার কথা শুনে ব্র্যাডও ভেবেছিলেন যে, কৃষ্ণাকে ক্ষণিকের জন্যই ভাল লেগেছে কাশ্মীরার। কিন্তু কাশ্মীরা তার অনুভূতি নিয়ে নিশ্চিত ছিলেন।

২০০৭ সালে ব্র্যাডের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয় কাশ্মীরার। সেই বছর নাচের এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে কাশ্মীরাকে সবার সামনে বিয়ের প্রস্তাব দেন কৃষ্ণা। পাঁচ বছর একত্রবাসের পর ২০১২ সালের জুন মাসে গোপনে বিয়ে করেন ক্রুষ্ণা এবং কাশ্মীরা।

বিয়ের দুবছর পর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কাশ্মীরা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন। অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখে সবার কাছে তা স্পষ্ট হয়।

এক পুরনো সাক্ষাৎকারে কৃষ্ণা তার সঙ্গে কাশ্মীরার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। অভিনেতা জানান, প্রথম দেখাতেই কাশ্মীরাকে পছন্দ হয়েছিল তার। কিন্তু তিনি বিবাহিত জেনে আর কথা বাড়াননি।

No description available.

পরে কাশ্মীরার সঙ্গে কথা বলে জানতে পারেন যে, তিনি বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তা শুনে মনে সাহস পেয়েছিলেন তিনি। কাশ্মীরার বিচ্ছেদের পর তাকে বিয়ের প্রস্তাব দেন। লাস ভেগাসের একটি গির্জায় গভীর রাতে দুজন বিয়ে করেন বলে জানান অভিনেত্রী।

দশ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও কাশ্মীরা এবং কৃষ্ণার সম্পর্ক বন্ধুর মতো। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের জন্ম দেন কাশ্মীরা। এখনও দর্শকের প্রিয় জুটি হিসাবে তাদের খবরের শিরোনামে আসেন।

খ.র

- Advertisement -

আরো পড়ুুর