গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ৭ জন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছে ৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৭ হাজার ৯৪৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ছয়জন ও চট্টগ্রাম বিভাগে একজন । মৃত ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে ও ১ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।নতুন করে আক্রান্ত হয়েছে ২৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন। মৃত ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৯ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে,দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ । করোনায় আক্রান্ত হয়ে ১৮ মার্চ  প্রথম একজনের মৃত্যু হয়।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর