অন্যধারা ডেস্ক:
মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৯৪ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন ।মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি,২০২২) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে রয়েছেন ২২ জন পুরুষ এবং ১১ জন নারী।মৃত ৩৩ জনের মধ্যে ২৫ জন সরকারি হাসপাতালে এবং ৭ জন বেসরকারি হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২ হাজার ২৯৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৫১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪ লাখ ২২ হাজার ৯৭৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৬৯৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৯ হাজার ২৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।
দৈনিক অন্যধারা//আর এম