অন্যধারা ডেস্ক:
রোববার (৫ ডিসেম্বর,২০২১) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১ জন।
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।
সাপ্তাহিক অন্যধার//আর এম