অন্যধারা ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু সংখ্যা দাড়াঁলো ২৮ হাজার ২২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। মৃত ব্যক্তির সবাই নারী।
শনিবার (১১ ডিসেম্বর,২০২১) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত জনের মধ্যে রয়েছেন ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সাপ্তাহিক অন্যধারা//আর এম