গাজরের জুস তৈরির সহজ রেসিপি

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

বছর জুড়েই গাজর পাওয়া যায়। তাই গরমের সময়েও এ সবজি দিয়ে হতে পারে মজার পানীয়। যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত এ পানীয়।

উপকরণ:

গাজর ২টি পাতলা টুকরা করে কাটা

পানি ১ গ্লাস

বরফ কুচি ১ কাপ

আদা কুচি ১ চা-চামচ

চিনি ২ টেবিল-চামচ

লবণ সামান্য

১ চা-চামচ লেবুর রস

পদ্ধতি: প্রথমে একটা ব্লেন্ডারের জগে বরফ বাদে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে বরফের টুকরা দিয়ে আবার ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হলে ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। ইফতারের জন্য খুবই স্বাস্থ্যকর এই পানীয়।

 

খ.র

 

- Advertisement -

আরো পড়ুুর