রিকি লাইটফুট নামের এক রানার দ্রুত গতির ঘোড়াদের দৌড় প্রতিযোগিতায় রীতিমতো অসাধ্য সাধন করে বিজয়ি হয়েছেন। সোমবার (১৩ জুন ২০২২) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর পাওয়া যায়।
যুক্তরাজ্যের ওয়েলসের পোইসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়ার সাথে মানুষের এই দৌড় প্রতিযোগিতা ১৯৮০ সাল থেকে শুরু হয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে গত ২ বছর বন্ধ ছিল এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ৫০টি ঘোড়ার সাথে দৌড়াতে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে। এতে অংশ নেওয়া সবাইকে হারিয়েও ঘোড়াদের পেছনে ফেলে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন রিকি লাইটফুট।
জঙ্গল, ফাঁকা জমির ভিতর দিয়ে ৩৬ কিলোমিটার পথ ঘোড়ার থেকেও ২ মিনিট কম সময়ের মধ্যে শেষ করেন লাইটফুট। এতে তার সময় লাগে ২ ঘণ্টা ২২ মিনিট ২৩ সেকেন্ডে। মানুষ ও ঘোড়ার সাথে ৩৬ কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রায় তিন লক্ষ টাকার পুরস্কার পেলেন রিকি লাইটফুট।
প্রতিযোগিতার ডিরেক্টর মাইক থমাস বলেন, রিকি লাইটফুট মানুষসহ সকল ঘোড়াদের খুব সহজেই হারিয়ে দিয়ে বিজয়ী হয়েছেন। রিকি লাইটফুট কামব্রিয়া দৌড় ক্লাবের সদস্য। তবে ঘোড়ার সাথে মানুষের দৌড় প্রতিযোগিতায় অসাধ্য সাধন করে লাইটফুট একাই ইতিহাস গড়েননি। তার আগে ২০০৪ ও ২০০৭ সালেও ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতায় মানুষ বিজয়ী হয়েছিল।
(সূত্র: বিবিসি)
দৈনিক অন্যধারা/১৩ জুন ২০২২/জ কা তা