চট্টগ্রামে কিশোরী ধর্ষণের অভিযোগে মুরাদ গ্রেফতার

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

শুক্রবার (৭ জানুয়ারি,২০২২) ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর এলাকায় ১৩ বছর বয়সী এক এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মুরাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জানা যায়,গ্রেফতার মুরাদের বাড়ি উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম মৃত জিয়াউর রহমান।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী বাবা-মায়ের মৃত্যুর পর  জোরারগঞ্জ থানা এলাকায় খালার বাড়িতে থাকতো। খালা গত ২ জানুয়ারি কিশোরীকে একা বাড়িতে রেখে বেড়াতে যান। মুরাদ এই সুযোগে ফাঁকা বাড়িতে একা পেয়ে ওইদিন বিকেলে কিশোরীকে ধর্ষণ করেন । পরে খালা বাড়িতে আসলে ভুক্তভোগী কিশোরী সম্পূর্ণ ঘটনার খুলে বলেন। খালা ঘটনা শুনে পরদিন নিজে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তাদের সাড়াশি অভিযানে শুক্রবার ভোরে অভিযুক্ত মুরাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর