চরমোনাই পীরের দল ‘হাতপাখা’ যাচ্ছে না ইসির সংলাপে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশগ্রহণ বর্জন করছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)। মঙ্গলবার (২৬ জুলাই) চরমোনাই পীরের দলসহ ৪টি রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপের তারিখ নির্ধারিত ছিল। বাকী দিনটি দল ইসির সংলাপে অংশগ্রহণ করবেন।

বিগত দিনগুলোর অভিজ্ঞতার কারণেই ইসির সংলাপে অংশ নিবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসির সংলাপে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপিসহ বেশ কিছু দলই ইসির সংলাপ বর্জন করেছেন। ইসলামী আন্দোলন (হাতপাখা) ছাড়াও অংশগ্রহণ করেননি ৬টি দল।

জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সদস্য আজকে প্রথম সংলাপে যাবেন। বিকল্পধারা বাংলাদেশ এর পক্ষ থেকে দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ জন সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে মোট ১৩ জন সদস্য সংলাপে অংশ নেবেন।

মঙ্গলবার (২৬ জুলাই) সংলাপের ৮ম দিনে এসে ২৮টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপ বর্জন করায় এ পর্যন্ত সংলাপে অংশ নেওয়া দলের সংখ্যা দাঁড়াবে ২১টি। ইসির সংলাপে এরপরে আরও ১১ দলের সাথে বসার কথা রয়েছে, যা চলমান থাকবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

দৈনিক অন্যধারা/২৬ জুলাই ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর