- Advertisement -
- Advertisement -
নাজমুল হাসান :
আজ রোববার (৩০ এপ্রিল) শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের দুই মাস পর আজ শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা।আজ রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ এর কেন্দ্র থেকে মোট ৯ টি স্কুলের মোট ১৩২২ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। স্কুল গুলো হলো- বিটিসিএল আইডিয়া স্কুল, উনলস লিটল ফ্লাও: স্কুল এ্যান্ড কলেজ, পোস্ট অফিস হাই স্কুল, নজরুল শিক্ষালয়, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, টিএন্ডটি হাই স্কুল, আরামবাগ হাই স্কুল এ্যান্ড কলেজ, মগবাজার গার্লস হাই স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।
এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পুনর্বিন্যাস করা সিলেবাস হলেও এবার পরীক্ষা হবে সব বিষয়েই। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকছে ৩ ঘণ্টা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়।
এবার প্রশ্নপত্র থানা থেকে বের করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
আর পরীক্ষা চলাকালে কেদ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
খ.র
- Advertisement -