চিকিৎসার জন্য খালেদাকে বিদেশ নেওয়া প্রসঙ্গে আইন মন্ত্রীর মতামত খুব তাড়াতাড়ি

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রসঙ্গে আইন মন্ত্রণালয় খুব তাড়াতাড়ি মতামত জানাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর,২০২১) গুলশানে ‘মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিষয়ে বিএনপি সমর্থিত ১৫ জন সুপ্রিম কোর্টের আইনজীবী আমার কাছে  এসেছিলেন। তাদের সাথে কথা বলে জানা যায় তাদের কোনো আইনি সাপোর্ট ছিল না। তাদের বক্তব্য  আদালতও সাপোর্ট করে না । কিন্তু আমি যে বক্তব্য দিয়েছি , আমি সংসদেও বলেছিলাম, অনেক রায়ে সেটার সাপোর্ট রয়েছে।

আইন মন্ত্রণালয়ের মতামতের ক্ষেত্রে মানবিক বিবেচনার সুযোগ রয়েছে কি না সে প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমাকে আইনের দিক দিয়ে দেখতে হবে। কারণ সরকার যখন কোনো পদক্ষেপ নেবে, সেটা অবশ্যই আইনি পদক্ষেপ হতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং তার মানবিক পদক্ষেপে যেটা সিদ্ধান্ত ছিল তার অভিব্যক্তি হচ্ছে এই ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তার দ্বন্দ্ব স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যুক্তরাজ্য যে চিঠি পাঠিয়েছিল তাতে তথ্যের ভুল ছিল।আমার সাথে ব্রিটিশ হাইকমিশনারের দেখা হলে আমি সেই ভুল তথ্যের ব্যাপারে তাদের পরিস্কার করি।হাইকমিশনারকে পরিষ্কারভাবে আমাদের আইনের ব্যাখ্যা দিয়েছি এবং বেগম খালেদা জিয়া যে মুক্ত এবং তার আইনি অবস্থানটা তাদের বুঝিয়েছি।

র‌্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর