অন্যধারা ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজের একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় একমাত্র পুত্রসন্তানের। এরপর ইসলামী শরিয়াহ অনুযায়ী আকীকা করে ছেলের এই নাম রাখেন এ তারকা দম্পতি।
সোমবার (০৭ আগস্ট) একমাত্র ছেলে রাজ্যের নতুন নাম জানিয়ে আলোচনার জন্ম দেন অভিনেত্রী পরীমণি। ছেলের নাম থেকে ‘রাজ্য’ অংশ বাদ দিয়ে যোগ করেছেন ‘পদ্ম’। অর্থাৎ, ছেলের নাম এখন থেকে ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।
ওই দিন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পরীমণির ছেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। সেখানেই মন্তব্যের ঘরে একমাত্র ছেলের নতুন নাম জানান চিত্রনায়িকা।
সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে এ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই ছেলের আরও একটি নতুন নাম জানালেন অভিনেত্রী মা। নতুন সেই নামটি চিত্রনায়িকা মায়ের নানার দেয়া। সোমবার (০৭ আগস্ট) রাত ১০টা ৪২ মিনিটে ফেসবুক প্রোফাইলে ছেলের একটি ছবি পোস্ট করে সেখানেই নতুন নাম জানান তারকা।
পরীমণি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার নানার দেয়া তার আরও একটা সুন্দর নাম আছে। “পুণ্য”।’ অর্থাৎ, তার ছেলের নতুন নাম হচ্ছে ‘পুণ্য’।
এদিকে ছেলের নামে ‘রাজ্য’ অংশের পরিবর্তে কেন ‘পদ্ম’ লিখেছেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সোশ্যালে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকে বলছেন, রাজ-পরীর সংসার বোধহয় আর একদমই টিকছে না। এ কারণে রাজের সঙ্গে মিলিয়ে রাখা ছেলের নামের ‘রাজ্য’ অংশ ছেঁটে ফেললেন চিত্রনায়িকা।
প্রসঙ্গত, ২০২১ সালে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে পরিচয় রাজ-পরীর। তারপর প্রেম ও পরিণয়। এরপর বিয়ে করেন তারা। আর গত বছরের ১০ আগস্ট তাদের সংসারে একমাত্র ছেলের জন্ম হয়।
ডিও // রহখ